১-প্রশ্নঃ কোথায় বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় জন্মগ্রহণ করেন?
উত্তরঃ পশ্চিমবঙ্গের চব্বিশ পরগনা জেলার কাঁঠালপাড়া গ্রামে।
২-প্রশ্নঃ কত খ্রিষ্টাব্দে বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় জন্মগ্রহণ করেন?
উত্তরঃ ১৮৩৮।
উত্তরঃ ১৮৩৮।
৩-প্রশ্নঃ বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় কত খ্রিষ্টাব্দে পরলোকগমন করেন?
উত্তরঃ ১৮৯৪ খ্রিষ্টাব্দে।
৪-প্রশ্নঃ বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় রচিত ‘সাম্য’ কোন জাতীয় গ্রন্থ?
উত্তরঃ প্রবন্ধ জাতীয় গ্রন্থ।
৫-প্রশ্নঃ বঙ্কিমচন্দ্রের ছদ্মনাম কোনটি?
উত্তরঃ কমলাকান্ত।
৬-প্রশ্নঃ বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় কোন বিশ্ববিদ্যালয় থেকে স্নাতক সম্পন্ন করেন?
উত্তরঃ কলকাতা বিশ্ববিদ্যালয়।
৭-প্রশ্নঃ কারা চোর অপেক্ষা অধার্মিক?
উত্তরঃ কৃপন ধনিকশ্রেণী।
৮-প্রশ্নঃ অধর্ম কার নহে?
উত্তরঃ অধর্ম চোরের নহে।
৯-প্রশ্নঃ চোর যে চুরি করে সে অধর্ম কার?
উত্তরঃ কৃপন ধনীর।
১০-প্রশ্নঃ চোরের চেয়ে শতগুণে দায়ী কে?
উত্তরঃ কৃপন ধনীরা।
১১-প্রশ্নঃ বিড়ালের মতে, কেউ দারিদ্রের কী বোঝে না?
উত্তরঃ বিড়ালের মতে, দারিদ্রের ক্ষুধা কেউ বোঝে না।
১২-প্রশ্নঃ বিড়ালের মতে, কার জন্য আমরা ভোজের আয়োজন করি?
উত্তরঃ বিড়ালের মতে, আমরা যাকে খেতে বললে বিরক্ত হয় তাঁর জন্য ভোজের আয়োজন করি।
১৩-প্রশ্নঃ বিড়াল কোথায় মেউ মেউ করে বেড়ায়?
উত্তরঃ প্রাচীরে প্রাচীরে।
১৪-প্রশ্নঃ চোরের দয়া হলেও কার দয়া হয় না?
উত্তরঃ চোরের দয়া হলেও চুরির উৎসাহদাতা ও প্ররোচনাকারী যে কৃপন তাঁর দয়া হয় না।
১৫-প্রশ্নঃ মাছের কাটা, পাতের ভাত, নর্দমায় ফেললেও কাকে কেউ দেয় না?
উত্তরঃ বিড়ালকে।
১৬-প্রশ্নঃ মনুষ্যজাতির রোগ কী?
উত্তরঃ তেলা মাথায় তেল দেওয়া।
১৭-প্রশ্নঃ বিড়াল কাকে দূরদর্শী বলেছে?
উত্তরঃ কমলাকান্তকে।
১৮-প্রশ্নঃ সমাজের ধন বৃদ্ধির অর্থ কী?
উত্তরঃ সমাজের ধন বৃদ্ধির অর্থ ধনীর ধন বৃদ্ধি।
১৯-প্রশ্নঃ কোথায় অনাহারে মরবার জন্যে কেউ আসেনি?
উত্তরঃ পৃথিবীতে।
২০-প্রশ্নঃ বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় বাংলা সাহিত্যে অবদানের জন্য কী হিসাবে অভিহিত হয়ে থাকেন?
উত্তরঃ ‘সাহিত্যসম্রাট’
২১-প্রশ্নঃ ‘লোকরহস্য’ বঙ্কিমচন্দ্রের কোন জাতীয় রচনা?
উত্তরঃ প্রবন্ধ জাতীয় রচনা।
২২-প্রশ্নঃ ‘বিবিধ প্রবন্ধ’ গ্রন্থটির লেখক কে?
উত্তরঃ বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়।
২৩-প্রশ্নঃ ‘কমলাকান্তের দপ্তর’ গ্রন্থটির রচয়িতা কে?
উত্তরঃ বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়।
২৪-প্রশ্নঃ পেশায় বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় কী ছিলেন?
উত্তরঃ ম্যাজিস্ট্রেট।
২৫-প্রশ্নঃ দেয়ালের ওপর চঞ্চল ছায়া কীসের মতো নাচছিলি?
উত্তরঃ দেয়ালের ওপর চঞ্চল ছায়া প্রেতের মতো নাচছিলি।
0 Comments