[কবিতা] সাইমুন ভাইর কবিতা {2} [কবিতা]



মায়ের ভালোবাসা

লেখকঃ সাইমুন হোসেন



এইতো কিছুদিন আগের কথা ঘুম ভাঙলেই চিৎকার করে কাঁদতাম,
যখন দেখতাম মা পাশে শুয়ে নেই।
সময়ের খেলায় মা থেকে আছি অনেক দূরে,
এখনো কান্না আসে পার্থক্যটা শুধু আগে কাঁদতাম চিৎকার করে আর এখন কাঁদতে হয় নিঃশব্দে।
একটা সময় ছিলো যখন মায়ের হাতে ভাত না খেলে পেটভরতো না,
শত কাজের ফাকে একটু সময় করে মা খায়িয়ে দিতো।
এখন নিজ হাতেই পেট ভরে খাই,
পেট ঠিকই ভরে কিন্তু মন ভরে না। দুষ্টুমি করেই কাটতো আমার দিন,
অসহ্য হয়ে বেশ পিটুনি দিতো মা। আর এখন, ইচ্ছা করলেই দুষ্টুমি করতে পারি কিন্তু ইচ্ছা করলেই মায়ের হাতের সেই ভালবাসাময় পিটুনি আর ভাগ্যে হয় না, এখন যে বড়ো হয়ে গেছি ।

Post a Comment

0 Comments