[কবিতা] সাইমুন ভাইর কবিতা {3} [কবিতা]


ভালোবাসি


লেখকঃ সাইমুন হোসেন

আমি ভালবাসতে ভালোবাসি, ঘৃনা! ওটা আমার সাথে ঠিক যায় না।

আমি ভালবাসা দিয়ে শুকনো কলিতে ফুল ফোটাতে ভালোবাসি। আমি ভালবাসা দিয়ে শত্রুকে বন্ধু বানাতে ভালোবাসি।

আমি ভালবাসা দিয়ে মায়ের মুখের মিষ্টি হাসিটা দেখতে ভালোবাসি। আমি ভালবাসা দিয়ে বোনের আদর পেতে ভালোবাসি।

আমি ভালবাসা পেতে অভিমান করতে ভালোবাসি। আমি ভালবাসা দিয়ে প্রেয়সীর মান ভাঙ্গাতে ভালোবাসি।

আমি ভালবাসাকে ভালবাসা দিয়ে ভালবাসায় পূর্ন করে রাখতেই ভালবাসি।



Post a Comment

0 Comments