[কবিতা] সাইমুন ভাইর কবিতা {1}[কবিতা]





শিক্ষাগুরু


লেখকঃ সাইমুন হোসেন




মাতৃ স্নেহে শিক্ষা দান করে জীবন করেছো আলো,
শিক্ষা দানে করোনি হেলা বেসেছ মোদের ভালো।
রেখেছো বদনে হাসি সদা, শীধু ঝরেছে মুখে।
দিয়েছো মমতা মাতৃসম, ঈর্ষা কভু দেখিনি চোখে, আপন আলোয় করেছো আলো অন্ধ এ জীবন,
আপন গুনে ক্ষমা করেছো মোদের শত ভুল।
তব আলোতেই চিনেছি সব চিনেছি এ ভূবণ। তব ছোঁয়াতে মরু এ হৃদয়ে ফুটেছে জ্ঞানের ফুল।
তোমারই দ্বরা চিনেছি সত্য, দেখেছি আলো চোখে,
বিদ্যা সাগরের পাড়ে দাড়াতে মনে ছিল শত ভয়। তোমার দ্বারাই পেয়েছি সাহস,ভয়কে করেছি জয়।
শেষ হবেনা কীর্তি তব বলে মুখের ভাষায়।
অসহায় মানুষের পাশে দাড়াতে শিখেছি তোমায় দেখে।
রেখেছো জড়ায়ে আপন হৃদে অসীম ভালোবাসায়,

Post a Comment

0 Comments