বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়(১৮৩৮-১৮৯৪)



বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়(১৮৩৮-১৮৯৪)
নাম
বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়
পিতা
যাদবচন্দ্র চট্টোপাধ্যায়
জন্ম পরিচয়
জন্মঃ ২৬শে জুন, ১৮৩৮ খ্রিষ্টাব্দ (১৩ই আষাড় ১২৪৫ বংগাব্দ)
জন্মস্থানঃ পশ্চিমবঙ্গের চব্বিশ পরগনা জেলার কাঁঠালপাড়া গ্রাম।
শিক্ষাজীবন
কলকাতা বিশ্ববিদ্যালয়ের প্রথম স্নাতকদের একজন।
পেশা/কর্মজীবন
ম্যাজিস্ট্রেট
সাহিত্য সাধনা
১৮৫২ খ্রিষ্টাব্দেসংবাদ প্রভাকরপত্রিকায় কবিতা প্রকাশের মাধ্যমে তাঁর সাহিত্য চর্চা শুরু মোট গ্রহন্তসংখ্যা-৩৪

উপন্যাসঃদুর্গেশনন্দিনী’, ‘কপালকুণ্ডলা’, ‘মৃণালিনী’, ‘বিষবৃক্ষ’, ‘কৃষ্ণকান্তের উইল’, ‘রজনী’, ‘আনন্দমঠ’, ‘রাজসিংহ’, ‘দেবী চৌধুরাণী’, ‘সীতারামইত্যাদিদুর্গেশনন্দিনী’ (১৮৬৫) তাঁর প্রথম উপন্যাস এটি বাংলা সাহিত্যের প্রথম রোমান্স, ইংরেজি রোমান্সের আদর্শে রচিত তিনি বাংলা সাহিত্যের প্রথম সৃষ্টিশীল লেখকদের একজনবঙ্গদর্শন’ (১৮৭২) নামে বিখ্যাত সাহিত্যপত্রিকার প্রতিষ্ঠাতা সম্পাদক

ইংরেজি উপন্যাসঃ ‘Rajmohons Wife’

প্রবন্ধঃলোকরহস্য’, ‘বিজ্ঞানরহস্য’, ‘
কমলাকান্তের দপ্তর’, ‘বিবিধ সমালোচনা’, ‘সাম্য’, কৃষ্ণচরিত্র’, ‘বিবিধ প্রবন্ধপ্রভৃতি

স্বীকৃতি
বাংলা উপন্যাসের জনক, সাহিত্যসম্রাট, ঋষি
জীবনাবসান
৮ই এপ্রিল, ১৮৯৪ খ্রিষ্টাব্দ কলকাতা

Post a Comment

0 Comments